Deputation/হতাশা থেকে মুক্তি

প্রিয় বন্দুরা,আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরবো, যে বিষয়টা বর্তমানে প্রতিটি মানুষের কমন বিষয় হয়ে দাড়িয়েছে।তন্মধ্যে বয়স ভিত্তিক হতাশা/ Depression টা একেক জনের একেক রকম। পুরুষ বা মহিলা হিসাবেও আবার ভিন্নতা আছে। 🎗️সব বিষয় নিয়ে হয়তো এক সাথে আলোচনা করা সম্ভব হবেনা, সেজন্য আজকে আমি একটা বয়সের বা শ্রেনীর মানুষের বিষয় নিয়ে আলোচনা করবো।আমরা যারা ব্যবসা বানিজ্য অথবা চাকরি করি আর আমাদের ফ্যামিলির সম্পুর্ন দায়িত্ব আমাদের কাধে তাদের তারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে আছেন।হয়তো ব্যবসায় লস হইছে, ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন,কোন ভাবেই এখান থেকে উঠ আসতে পারতেছেননা আজকের টিপসটা তাদের জন্য।আশাকরি কাজে আসবে ইনশাআল্লাহ। ১।সৃষ্টি কর্তার সাহায্য প্রার্থনা করুন।২।পাওনাদারদের একটা তালিকা তৈরি করুন ৩।পাওনাদারদের সাথে নিয়মিত যোগাযোগ করুন এবংসম্ভব হলে তাদের সবাইকে নিয়ে একসাথে বসে ঘরোয়া একটা আলোচনা করে আপনার সমস্ত বিষয় গুলো তাদের সাথে শেয়ার করুন।৪।ইনকামের নতুন সাইট তৈরি করুন।৫।দুঃশ্চিন্তা কম করুন কাজ বেশি করুন।৬।পুরানো ভুল গুলো নতুন করে না করা।৬।মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যান, ৭।মিতব্যয়ী হোন,অপ্রয়োজনীয় কোন কিছু ক্রয় থেকে বিরত থাকুন।৮। বেশি রাত জাগবেননা,ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা শেষে হালকা ব্যায়াম করুন এতে কাজের গতি বাড়বে।ধৈর্যের সাথে এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই।